Wellcome to National Portal
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

তথ্য অধিকার আইন,২০০৯ মোতাবেক নিম্নোক্ত পদ্ধতি অনুসরণপূর্বক বাংলাদেশের নাগরিক যে কোন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কাঙ্খিত তথ্য পেতে পারেন। এই আইনের আওতায় যে কোন সরকারী-বেসরকারী দপ্তরের/ কার্যালয়ে তথ্য পেতে আপনাকে সংশ্লিষ্ট দপ্তরের/কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করতে হবে।আবেদনকারীকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট নির্দিষ্ট নমুনায়/ফরমেটে আবেদনপত্র সরাসরি/ই-মেইলে আবেদন করতে হবে।দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবেদন পাওয়ার পর ২০ (বিশ) দিনের মধ্যে ক্ষেত্র বিশেষে ৩০ (ত্রিশ) দিনের মধ্যে সফ্ট/ই-মেইল/প্রিন্টেড কপি/ফটোকপি/সিডি কপি তথ্য প্রদান করবেন।কোন কারণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তথ্য প্রদানে অপারগ হলে, আবেদনকারীকে নির্ধারিত পদ্ধতি/ফরমেট অনুসরণপূর্বক ১০ (দশ) দিনের মধ্যে লিখিতভাবে অবহিত করবেন।আবেদনকারী তথ্য না পেলে বা কোন প্রকার সংক্ষুব্ধ হলে নির্দিষ্ট কর্তৃপক্ষের (নির্ধারীত নমুনা/ফরমে) নিকট আপিল করতে পারবেন।আপীল কর্তৃপক্ষ আবেদন পাওয়ার ১৫ (পনের) দিনের মধ্যে আপীল নিষ্পত্তি করবেন।

ক) প্রকাশনাঃ

দেশের বিভিন্ন প্রয়োজনীয় তথ্য সম্বিলিত মাসিক পরিসংখ্যান বুলেটিন, বার্ষিক পরিসংখ্যান পকেটবুক ও বর্ষগ্রন্থ প্রকাশনা।

প্রতি দশ বৎসর অন্তর (১) আদম শুমারি (২) কৃষি শুমারি (৩) অর্থনৈতিক শুমারি পরিচালনা ও প্রতিবেদন প্রকাশ।

ভোক্তার দৈনন্দিন জীবনযাত্রার ব্যবহৃত খাদ্য ও খাদ্য বহিভূত পন্য অন্তর্ভুক্ত করে মাসভিত্তিক  ভোক্তার মূল্যসূচক (CPI) নিরুপ ও প্রকাশ।

বৈদেশিক বাণিজ্য পরিসংখ্যান প্রস্তুত ও প্রকাশ।

গুরুত্বপূর্ণ স্বস্থ্য ও জনমিতিক নিদের্শক প্রস্তুত ও প্রকাশ।

শিশু পুষ্ট্রি এবং শিশুদের অবস্থা সম্পর্কিত তথ্য সংগ্রহ, সংকলন ও প্রকাশ।

খানার আয় ব্যয় নির্ধারণ জরিপ পরিচালনার মাধ্যমে দেশের দারিদ্র পরিস্থতি সম্পর্কিত তথ্য প্রস্তুত ও প্রকাশ।

 

খ) ওয়েবসাইটঃ

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর  ১০০ মেগাবাইট ক্যাপাসিটির একটি সমৃদ্ধ ও নিয়মিত হালনাগাদকৃত ওয়েবসাইট রয়েছে। এত ব্যুরোর সর্বশেষ প্রকাশনাসমূহের  Key indicators  সন্নিবেশিত আছে। ব্যবহারকারীগণ বিনামূল্যে এই ওয়েবসাইট থেকো প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারেন।

ওয়েবসাইট এর ঠিকানাঃ www.bbs.gov.bd

 

(গ) ডিজিটাল কপি।

তথ্যসংগ্রহকারীগণ  নিধারিত মূল্যের বিনিময়ে ব্যুরোর প্রধান কার্যলয়স্থ ডাটা আর্কাইভ থেকে প্রয়োজনীয় তথ্য/উপাত্ত সিডি মারফত সংগ্রহ করতে পারেন। এছাড়া গবেষণা কাজে ব্যবহারের জন্য দেশী/বিদেশী ব্যক্তি বা সংস্থাকে কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে বিনামূল্যে/সল্পমূল্যে প্রাথমিক তথ্য সরবরাহ কার হয়।

 

(ঘ) লাইব্রেরী

বাংলাদেশ পরিসংখ্যান  ব্যুরোর লাইব্রেরী ও বিক্রয়কেন্দ্র ১৪/২ তোপখারা রোড আরসারী ভবন, ঢাকা-তে অবস্থিত। ব্যুরোর প্রধান কার্যালয়েও একটি লাইব্রেরী রয়েছে। পাঠগন সকল সরকারী কার্যদিবসে লাইব্রেরীতে পাঠ করতে পারেন।